লেনি রড্রিগেজ-গ্লেন মার্টিন সোয়াপ ডিল আরও একবার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলে আরও একবার সোয়াপ ডিল সম্পন্ন হল ভারতের দুই তারকা ফুটবলারের মধ্যে। ২০২১ সালের জানুয়ারি মাসে এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডার গ্লেন মার্টিনের সাথে এফসি গোয়ার অভিজ্ঞ খেলোয়াড় লেনি রড্রিগেজের সাথে সোয়াপ ডিল সম্পন্ন হয়।
তবে তাদের মধ্যে অদল-বদলের চুক্তির কাহিনী এখানেই শেষ নয়। চলতি মরশুমে এই দুই ভারতীয় ফুটবলারের মধ্যে আবারও সোয়াপ ডিল হতে চলেছে। প্রাক্তন জাতীয় দলের ফুটবলার লেনি রড্রিগেজ ফিরতে চলেছেন এফসি গোয়াতে এবং গ্লেন মার্টিন ফিরছেন সবুজ-মেরুণ ব্রিগেডে।
খবর অনুযায়ী, মার্টিন এটিকে মোহন বাগান দলে ফিরে আসতে চান। এবং তার এই ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন এফসি গোয়ার ম্যানেজমেন্ট। এই মরশুমে গ্লেন সেভাবে নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে পারেননি গোয়ার হয়ে। ফলে ম্যাচে খেলার সময়ও পেয়েছেন কম। তিনি মনে করেন কলকাতায় তিনি আরও ভালো খেলতে পারবেন তাই এই সিদ্ধান্ত।
আইএসএলের তথ্য অনুযায়ী এই আইএসএলে কোচ কার্লোস পেনার অধীনে গোয়ার খেলা ১৫ টি ম্যাচের মধ্যে মাত্র ৪৭০ মিনিট খেলার সময় পেয়েছেন গ্লেন।
অন্যদিকে লেনির সম্পর্কে গোয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, "লেনি এফসি গোয়ার সম্পর্কে জানেন, তিনি গোয়ার হয়ে নিজের সেরাটা দিয়েছেন, আমরা মনে করি তার অভিজ্ঞতার কারণে গোয়ার জন্য এটি একটি দারুণ চুক্তি হতে চলেছে।"
প্রসঙ্গত লেনিও এই মরশুমে খুব বেশি খেলার সময় পান নি। চলতি আইএসএলে মাত্র ৪৪২ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। খবর অনুযায়ী লেনি সোমবার গোয়ার দলে যোগ দেবেন এবং এর পর অনুশীলন শুরু করবেন।