স্বাধীনতা দিবসে নক্ষত্র পতন! প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতা ময়দানের ‘বড়ে মিঁঞা’ মহম্মদ হাবিব প্রয়াত। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিন প্রধানে খেলা এই কিংবদন্তি ফুটবলার। মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ হায়দ্রাবাদের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
আরও পড়ুন: চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি
মহম্মদ হাবিব ১৯৬৮ সালে মোহনবাগানে যোগ দিয়েছিলেন এবং ১৯৬৯ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারান ও চ্যাম্পিয়ন হন। তিনি ১৯৭০ সালের ব্যাংককে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী দলের অংশ ছিলেন।মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার হিসাবে ১৯৯৯ থেকে ২০০০, ২০০০-২০০৩ এবং ২০০৫ সাল পর্যন্ত ঘরোয়া প্রতিযোগিতায় পরিচালনা করেছিলেন। তিনি ১৯৭৭ সালে পেলের নিউইয়র্ক কসমস ক্লাবের বিপক্ষে মোহনবাগানের হয়ে খেলেছিলেন। ইডেন গার্ডেন্সে ২-২ গোলে শেষ হওয়া ম্যাচে গোলও করেন তিনি।
১৯৮০ সালে তিনি অর্জুন পুরস্কার পান। ২০১৫ সালে ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে ভারত গৌরব সম্মানে সম্মানিত করে। মহম্মদ হাবিবকে ভারতের ‘প্রথম পেশাদার ফুটবল খেলোয়াড়’ হিসেবে বিবেচনা করা হয়। তাঁকে দেশের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন হিসাবে বিবেচনা করে।