ব্রাজিলকে সরিয়ে শীর্ষে আর্জেন্টিনা! বড় উত্তরণ ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ফিফার প্রকাশিত পুরুষ ফুটবল র্যাঙ্কিংয়ে ১০১তম স্থানে উঠে এসেছে ভারত। সদ্য মায়ানমার ও কিরগিজ প্রজাতন্ত্রকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে ভারত। ফলে ফিফা র্যাঙ্কিংয়ে বড় উত্তরণ ঘটেছে ভারতের।
এদিকে শীর্ষস্থানে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একপ্রকার নিশ্চিতই ছিল, আর্জেন্টিনা শীর্ষস্থানে যাচ্ছে। এবার তাতে পড়ল সরকারি শিলমোহর।
এদিকে শীর্ষস্থান খুঁইয়ে একেবারে তৃতীয় স্থানে নেমে এল ব্রাজিল। সদ্য পানামা ও কুরাকাওকে প্রীতি ম্যাচে হারিয়ে ১৮৪০.৯৩ পয়েন্টে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। ব্রাজিলের পয়েন্ট বর্তমানে ১৮৩৪.২১।
এদিকে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এল ২০২২ বিশ্বকাপে রানার্স ফ্রান্স। ইউরো যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে হারিয়ে ১৮৩৮.৪৫ পয়েন্টে রয়েছে ফ্রান্স।
চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে বেলজিয়াম ও ইংল্যান্ড। ছয়ে রয়েছে নেদারল্যান্ডস। সাত ও আটে যথাক্রমে ক্রোয়েশিয়া ও ইতালি। এবং নবম ও দশম স্থানে পর্তুগাল ও স্পেন।