ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান বজায় ব্রাজিলের, উন্নতি আর্জেন্টিনার, দুই ধাপ উঠল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল সর্বশেষ ফিফা র্যাঙ্কিং। এবং এবারের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান বজায় রাখল ব্রাজিল। এদিকে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে আর্জেন্টিনা।
সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সকে সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর এর জেরে পাঁচ বছর পর ফিফার প্রথম তিনে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে বজায় থেকে বেলজিয়াম।
এদিকে ফ্রান্স চতুর্থ স্থানে নেমে গিয়েছে। পঞ্চম স্থানে বজায় থেকেছে ইংল্যান্ড। এদিকে ইতালিকে সপ্তম স্থানে নামিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্পেন। দশম স্থান থেকে এক লাগে অষ্টম স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস।
এছাড়া রোনাল্ডোর পর্তুগাল এক ধাপ নেমে নবম স্থানে রয়েছে। আর শীর্ষ দশে জায়গা করে নিল ডেনমার্ক। এবং জার্মানি একাদশতম স্থানে উঠে এসেছে।
তবে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর। দুই ধাপ উঠে ১০৪তম স্থানে উঠে এসেছে ভারত। সদ্য এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে তিন ম্যাচে জয়ের জেরে এই উন্নতি ভারতের।