মেসিকে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করার প্রতিজ্ঞা বার্সিলোনা সভাপতির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লা লিগা খেতাব নিজেদের নামে করে নেয় এফসি বার্সিলোনা। আর তারপরই সমর্থকদের জন্য বড় খবর ঘোষণা করলেন বার্সিলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন, সবরকম চেষ্টা করা হবে মেসিকে দলে ফিরিয়ে আনার।
এই নিয়ে লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, "আমরা সবরকম চেষ্টা করব যাতে বার্সিলোনায় মেসিকে ফিরিয়ে আনা যায়।"
ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, মরশুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়বেন লিওনেল মেসি। এদিকে বার্সিলোনা মেসিকে নিতে আগ্রহী হলেও অর্থ বড় সমস্যা হতে পারে। অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর বিপুল প্রস্তাব দিয়েছে মেসিকে।
এরপর আগামী দিনের দলগঠন নিয়ে লাপোর্তা বলেছেন, "আমরা ইতিমধ্যেই আগামী বছরের দলগঠন নিয়ে কাজ শুরু করেছি। আশা করি আমরা দলকে শক্তিশালী করতে পারব।"
"আমরা ক্লাবে এমন পরিকল্পনা করছি যাতে আমাদের হাতে যথেষ্ট ফেয়ার প্লে থাকে দলকে উন্নত করার জন্য। আমরা আমাদের হোমওয়ার্ক করছি যাতে আগামী মরশুমে আরও ভালো দল আমরা গড়তে পারি।"