মহমেডান স্পোর্টিংয়ের বড় চমক! লালরামচুল্লোভাকে সই করিয়ে শক্তিবৃদ্ধি সাদা-কালো ব্রিগেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দারুণ চমক আনল সাদা-কালো ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে খেলা উইংব্যাক লালরামচুল্লোভাকে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের তরফ থেকে খবর, ইতিমধ্যেই চুক্তিতে সই করে দিয়েছেন চুল্লোভা।
শুক্রবার মহমেডান স্পোর্টিং নিজেদের সোশ্যাল মিডিয়ায় ধাঁধার মাধ্যমে সমর্থকদের এই সাইনিংয়ের বিষয়ে ইঙ্গিত দেয়, যদিও সেই ধাঁধা একেবারেই জটিল ছিল না। আর এই খবর সামনে আসতেই খুশি মহমেডান সমর্থকরা। গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গলেই ছিলেন চুল্লোভা, কিন্তু হাঁটুর চোটের জেরে একটিও ম্যাচ খেলতে পারেননি এই মিজো ডিফেন্ডার। আর ইস্টবেঙ্গলের এই কাজিয়ার জেরে চুল্লোভাকে পেতেও কোনও অসুবিধা হল না মহমেডানের।
লালরামচুল্লোভার আগমণ নিঃসন্দেহে মহমেডান স্পোর্টিংয়ের ডিফেন্সকে শক্তিশালী করবেন। বাঁ দিক থেকে তিনি উইথড্রয়াল রানগুলি চমৎকার করতে পারেন, আর ডিফেন্ডিংও বেশ শক্তিশালী। তবে চিন্তার বিষয় থাকবে গত দুই মরশুমে সেভাবে গেমটাইম না পাওয়া। দুই মরশুম মিলে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সুতরাং মহমেডানে নতুনভাবে শুরু করতে হবে চুল্লোভাকে।
এদিকে আজহারউদ্দিন মল্লিককে ২০২৩ সাল অবধি রিটেইন করল মহমেডান স্পোর্টিং।