চেন্নাইন এফসিতে থাকতে চলেছেন লালিনজুয়ালা ছাংতে, ফিরিয়ে দিলেন নর্থইস্টের অফার

সব্যসাচী ঘোষ : ভারতীয় ফুটবল সার্কিটে বেশ কথা উঠেছিল, মরশুম শেষে চেন্নাইন এফসি ছাড়তে চলেছেন তারকা উইঙ্গার লালিনজুয়ালা ছাংতে। নিজের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি নর্থইস্ট ইউনাইটেডে চলে যেতে চেয়েছিলেন ছাংতে। সেই মত নর্থইস্টও আগ্রহ দেখিয়েছিল এই মিজো ফুটবলারের উপর।
কিন্তু এবার নিজের ক্লাবেই থেকে যেতে চলেছেন ছাংতে। চেন্নাইন এফসির কর্তারা তাকে রাখতে চাইছেন আগামী মরশুমের জন্য এবং ছাংতেকে নিয়ে বড় পরিকল্পনা করে রেখেছেন তারা। এদিকে নর্থইস্টের অফার তেমন লোভনীয় ছিল না বলেই জানা গিয়েছে। যার জেরে ছাংতে সেই অফার গ্রাহ্য করেননি।
এবারের আইএসএলে দুর্দান্ত ফুটবল খেলেছেন ছাংতে। ফ্র্যাঞ্চাইজি বেশ খারাপ খেললেও নিজের গতির মাধ্যমে প্রতিপক্ষে ত্রাহ সৃষ্টি করেছিলেন এই মিজো উইঙ্গার। চেন্নাইনের হয়ে এই মরশুমে প্রতিটি ম্যাচ খেলেছেন ছাংতে, যেখানে চার গোল ও তিন অ্যাসিস্ট রয়েছে তাঁর।