মেসির বার্সিলোনায় ফিরে আসাটা কঠিন, দাবি লা লিগা সভাপতির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি কি সত্যিই বার্সিলোনায় ফিরছেন? এই নিয়ে এবার বড় আপডেট দিলেন স্প্যানিশ লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস।
তেবাস জানিয়েছেন, মেসি বার্সিলোনায় ফিরলে তিনিও খুশি হবেন, কিন্তু পুরোনো ক্লাবে ফেরাটা খুবই জটিল হবে আর্জেন্টাইন বরপুত্রের জন্য।
এই নিয়ে আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে তেবাস বলেছেন, "আজ যদি কেউ এই প্রশ্ন করেন, তাহলে বলব মেসির বার্সিলোনায় ফিরে আসাটা অত্যন্ত জটিল।"
"আমাদের দেখতে হবে কিভাবে এই জটিলতা মিটবে, কিন্তু এর জন্য একাধিক শর্ত পূরণ করতে হবে। বার্সিলোনাকে বেশ কিছু খেলোয়াড়দের ছাড়তে হবে, বেতন কমাতে হবে, তারপর দেখতে হবে বার্সায় মেসির বেতন কত হবে।"
"বার্সা পিএসজির মত নয়, যাদের গ্যাসের খনি থেকে পয়সা আসে আর তার জন্য বেতনের পরিমাণও বেশি। এখনকার পরিস্থিতি বলছে, মেসির বার্সায় ফিরে আসা অত্যন্ত জটিল।"