জিদানকে অপমানের যোগ্য জবাব দিলেন এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর জিদানকে দলের কোচ করার জন্য হুড়োহুড়ি পরে যায় , বেশ কয়েকটি নাম করা আন্তর্জাতিক দল যেমন পর্তুগাল ও ব্রাজিলও তাকে কোচ বানানোর দৌড়ে অংশ নিয়েছিল কিন্তু তিনি কোনো দলের কোচিং এর জন্য রাজি হননি |এর থেকেই অনেকের মনে হয়েছে যে সে হয়তো ফ্রান্সের দলকে কোচিং করাতে চান।
এই জল্পনার মাঝেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) এর সভাপতি লে গ্রেইট জিদানের ফ্রান্সের কোচ হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, “জিদান? আমার যায় আসে না, তিনি দেশের হোক কিংবা ক্লাবের কোচিং, যা খুশি করতে পারেন। জিদান কি আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন? একেবারেই না, আমি এমনিও তার ফোন ধরতাম না।”
তার এই মন্তব্যের পর ফ্রান্সের তারকা ফুটবলার ও পিএসজির অন্যতম সেরা স্ট্রাইকার এমবাপ্পে এই ব্যাপারে জিদানের পক্ষ নিয়ে একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন "জিদান মানেই ফ্রান্স এবং ওনার মত তারকাকে অসম্মান করা উচিত নয়।" এমবাপ্পে ছাড়াও এই মন্তব্যের বিরোধিতা করেছেন আরো বেশ কয়েকজন|
বিখ্যাত ফরাসি সংবাদ মাধ্যম "এল ইকুইপ" এই ঘটনার তীব্র সমালোচনা করে তাদের ম্যাগাজিনের প্রথম পাতায় বড় অক্ষরে লিখেছে "ইনঅ্যাক্সেপ্টেবল"| অর্থাৎ এফএফএফ সভাপতির এমন বিতর্কিত মন্তব্য ফরাসি মানুষদের কাছে একদমই গ্রহণযোগ্য নয়। এর আগে এল ইকুইপ দাবি করছিল যে, জিদান ইতিমধ্যেই পর্তুগাল ও ব্রাজিলের অফার প্রত্যাখ্যান করেছে এবং জিদানকে আরও তিন বছর অপেক্ষা করতে হবে ফ্রান্সের কোচিং করার জন্য।