ছাড়ছেন পিএসজি? কোপে ডে ফ্রান্স খেতাব জিতে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মোনাকোকে ২-০ গোলে হারিয়ে কোপে ডে ফ্রান্স খেতাব জিতল প্যারিস সেইন্ট জার্মেইন। এই ট্রফিটি ফ্রান্সের নকআউট টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়। আর এই ট্রফি জিতে উৎসবে মেতে উঠেছিল পিএসজি।
আর সেই উৎসবে মেতে উঠেছিলেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। পিএসজির হয়ে ম্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। যদিও আগামী মরশুমে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই আছে। শোনা যাচ্ছে, পিএসজি ছাড়তে পারেন এমবাপ্পে।
কিন্তু এই খেতাব জয়ের পর আপাতত সেসব নিয়ে ভাবছেন না এমবাপ্পে। ম্যাচের পর সাক্ষাৎকারে যখন এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয় পিএসজিতে তার ভবিষ্যৎ নিয়ে, তিনি বলেছেন, "আপনাকে খেতাবটি উপভোগ করতে হবে, এটিই গুরুত্বপূর্ণ। দেখুন সেই সকল মানুষদের যারা খুশি হয়েছেন। এটিই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি সব থেকে প্রথম খুশি মানুষ।"
এরপর এমবাপ্পে এই খেতাব জয় নিয়ে বলেছেন, "আমরা প্রতিদিন পরিশ্রম করি এই ধরণের আবেগ, খেতাব ও পরিচিতির জন্য। এটি পুরো দলের সম্মিলিত কাজ, একটি গোটা স্টাফ যারা আমাদের জন্য কাজ করে, এই ক্লাবের জন্য এবং অবশ্যই সমর্থকরা যারা এখানে আসতে পারেননি। আমরা তাদের কথা ভাবি আর এই খেতাব তাদের জন্যই।"
শেষে পিএসজিকে নিয়ে এমবাপ্পে বলেছেন, "যখন আপনি প্যারিস সেইন্ট জার্মেইনে খেলেন, যা বিশ্বের অন্যতম সেরা ক্লাব, দেশের সবথেকে বড় ক্লাব, প্রতিটা খেতাব ইতিহাসের সাথে যুক্ত থাকে। এছাড়া এটি একটি নতুন ক্লাব, আমরা ইতিহাসের অংশ হতে চাই আর এই দিনটি একটি বড় মঞ্চ।"
দুর্ধর্ষ এই ফরোয়ার্ডকে পেতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ম্যানচেস্টার সিটি, চেলসি সহ একাধিক ক্লাব আগ্রহ দেখিয়েছে এই সুপারস্টার ফুটবলারকে পাওয়ার জন্য।