ভারতকে নিয়ে খুব একটা ভাবতে রাজি নন কুয়েত কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও কুয়েত। ফিফা র্যাঙ্কিং ও ঘরের সুবিধায় ভারত ফেভারিট হলেও কুয়েতও ভালো ছন্দে রয়েছে।
সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নেপালকে ৩-১ ও পাকিস্তানকে ৪-০ ফলে হারিয়েছে কুয়েত। এদিকে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরশাহি, তাজিকিস্তান, ফিলিপিন্স ও জাম্বিয়ার মত দলকে হারিয়েছে। শেষ আট ম্যাচে সাতটি জিতেছে কুয়েত।
এই পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হারালে গ্রুপ শীর্ষে থেকে সেমি ফাইনালে যাবে কুয়েত। তবে প্রতিপক্ষ ভারতকে নিয়ে খুব একটা ভাবতে রাজি নন কুয়েতের পর্তুগিজ হেড কোচ রুই বেন্টো।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বেন্টো বলেছেন, "গত ম্যাচে আমরা একাধিক পরিবর্তন করেছিলাম যাতে আমাদের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে না পড়েন। আমার এদের প্রত্যেকের উপর ভরসা রয়েছে।"
"আমি প্রতিটা ম্যাচে নিজের খেলোয়াড়দের উন্নতির দিকে নজর দিই। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভারতের দিকে নজর রাখার থেকে, আমাদের লক্ষ্য আমাদের নিজেদের উপর রয়েছে যেহেতু আমরাই আমাদের খেলা নিয়ন্ত্রণ করতে পারি, প্রতিপক্ষ নয়।"