নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু কুয়েতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয় নেপাল এবং কুয়েত। এবং প্রথম ম্যাচেই নেপালকে ৩-১ গোলে পরাজিত করল কুয়েত।
আরও পড়ুন- ভারতে সাফ কাপ খেলতে এসে চরম বিপাকে পাকিস্তান
প্রসঙ্গত ভারতের সাথে একই গ্রুপে রয়েছে এই দুই দল। এছাড়াও এই গ্রুপে রয়েছে পাকিস্তান। যাদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যা ৭ঃ৩০ খেলতে নামবে সুনীল ছেত্রীর দল।
কুয়েতের হয়ে প্রথম গোলটি করেন খালিদ এল ইব্রাহীম। ম্যাচ শুরুর ২৩ মিনিটে তিনি এই গোলটি করেন। এরপর ৪১ মিনিটে গোলের ব্যবধান বাড়ান শাবিব আল খালদি। দ্বিতীয়ার্ধে দাহামের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কুয়েত। যদিও ৬৮ মিনিটে অঞ্জন বিস্টার গোলে ব্যবধান কমায় নেপাল।