বেঙ্গালুরু এফসির ফ্লপ এই বিদেশী সুযোগ পেলেন ইউরোপের প্রথম ডিভিশন ক্লাবে

সব্যসাচী ঘোষ : চলতি আইএসএলে একেবারেই ভালো খেলতে পারেনি বেঙ্গালুরু এফসি। পরপর ম্যাচ হার ও ড্রয়ের জেরে কোনও ছন্দই দেখাতে পারেনি সুনীল ছেত্রীর দল। আইএসএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি সপ্তম স্থানে শেষ করেছে। আর এর জেরে দলে বেশ বড়সড় রদবদল হবে খেলোয়াড়দের মধ্যে, তা নিশ্চিত। ইতিমধ্যে দলের তিন বিদেশী ফ্রান গোঞ্জালেজ, ক্রিশ্চিয়ান অপসেথ এবং জিসকোকে রিলিজ করে দিয়েছে বেঙ্গালুরু।
কিন্তু বাতিল হয়ে গেলেও ইউরোপের প্রথম ডিভিশনে আবারও সুযোগ পেলেন নরওয়ের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ান অপসেথ। নিজের দেশের প্রথম ডিভিশন ক্লাব সার্পসবর্গ ০৮ ক্লাবে সই করলেন অপসেথ। দুই বছরের চুক্তিতে এই ক্লাবের হয়ে খেলবেন তিনি।
চলতি আইএসএলে বেশ খারাপ পারফর্ম করেছেন এই নরওয়ের স্ট্রাইকার। ১৫ ম্যাচে স্রেফ ৭২০ মিনিট খেলেছেন অপসেথ, যেখানে স্রেফ একটি মাত্রই গোল করেছেন তিনি। বেঙ্গালুরু এফসির স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নিতে পারেননি তিনি। ফরোয়ার্ড লাইনে সেই চাপ তৈরি করতে অক্ষম ছিলেন অপসেথ।
এদিকে সার্পসবর্গ ০৮ ক্লাবটি গত মরশুমে নরওয়েজিয়ান এলিটেরসেরিয়েন লিগে দ্বাদশ স্থানে শেষ করেছিল। ২০১৮-১৯ মরশুমে ইউরোপা লিগের গ্রুপ পর্যায়ে খেলেছিল এই ক্লাব।