ইউটিলিটি প্লেয়ার এই ড্যারেন সিডোয়েল, আয়াক্সের ইউথ সিস্টেমের ছাত্রের কেরিয়ারটি দেখার মত!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২৩ বছরের তরুণ ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে এক বছরের চুক্তিতে সই করল এসসি ইস্টবেঙ্গল। এবং ইতিমধ্যেই এই খেলোয়াড়কে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা। আয়াক্সের ইউথ সিস্টেম থেকে আসা এই তরুণ ফুটবলার ইস্টবেঙ্গলে দারুণ ইউটিলিটি নিয়ে এসেছেন।
আয়াক্সে আসার আগে তিনি আর এক প্রখ্যাত ডাচ ক্লাব আডো ডেন হাগের ইউথ সিস্টেমে ছিলেন। ২০১২ সালে আয়াক্সের যুব দল, সেখান থেকে অনুর্ধ্ব ১৭, অনুর্ধ্ব ১৯ ও অনুর্ধ্ব ২১ দলে খেলেছেন সিডোয়েল। ২০১৭-১৮ মরশুমে নেদারল্যান্ডের দ্বিতীয় ডিভিশন এরস্তে ডিভিসিতে আয়াক্সের রিজার্ভ দলের (জং আয়াক্স) হয়ে অভিষেক করেছেন সিডোয়েল। আর সেই বছর দ্বিতীয় ডিভিশন খেতাবও জিতেছে জং আয়াক্স। এছাড়া আয়াক্স টু এর হয়ে উয়েফা ইউথ লিগে খেলেছেন সিডোয়েল।
এরপর ইংল্যান্ডের ক্লাব রিডিংয়ের অনুর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেন সিডোয়েল। এক মরশুম খেলার পর বেলজিয়ামের ক্লাব কেএসভি রোয়েসেলারেতে লোনে খেলেন সিডোয়েল। ২০১৯ সালে বুলগেরিয়ার প্রথম ডিভিশনের ক্লাব আরদা কারদঝালিতে সই করেন তিনি।
এক মরশুম বুলগেরিয়ায় খেলার পর স্পেনের কর্ডোবা এফসিতে সই করেন সিডোয়েল। সেখানে কিছুদিন খেলার পর লোনে হার্কুলেস সিএফে খেলেন তিনি, যেখানে কোচ হিসেবে পান এসসি ইস্টবেঙ্গলের বর্তমান কোচ মানোলো ডিয়াজকে। এরপর কর্ডোবায় ফিরে আসার পর অবশেষে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন সিডোয়েল।
আন্তর্জাতিক কেরিয়ারের কথা বললে, নেদারল্যান্ডের অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৭ দলে খেলেছেন সিডোয়েল। যদিও এখনও জাতীয় সিনিয়র দলে সুযোগ পাননি সিডোয়েল।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডার ও সেন্ট্রাল ডিফেন্সে খেলতে সক্ষম সিডোয়েল। মাঝমাঠে দারুণ গতির সাহায্যে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে পারেন, দারুণ পজিশনিং নিয়ে খেলা তৈরি করতে পারেন, এবং প্রয়োজনে দুরপাল্লার শটে গোল করারও ক্ষমতা রয়েছে সিডোয়েলের। ফলে এক ভালো ইউটিলিটি খেলোয়াড়কে তুলে এনেছে এসসি ইস্টবেঙ্গল।