ক্লোজে-ইম্মোবিলের সাথে খেলা ফ্রানহো পর্চেকে চিনে নিন, ২৫ বছরেই খেলেছেন ইউরোপের বড় বড় লিগে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টমিস্লাভ মর্সেলার পর এবার ডিফেন্সে আরও এক বিদেশীকে আনল এসসি ইস্টবেঙ্গল। তার নাম ফ্রানহো পর্চে। মাত্র ২৫ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডারকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল। এবং ইউরোপের এই ফুটবলার নিজের স্বল্প কেরিয়ারে খেলেছেন একাধিক বড় লিগে।
হার্জেগোভিনার স্টোলাচে জন্মগ্রহণ করা পর্চে নয় বছর বয়স থেকে ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে বাস করতেন। সেখানকার ক্লাব হাডজুক স্প্লিটের অ্যাকাডেমিতে যোগ দেন পর্চে। সেখানে অ্যাকাডেমি ও বি দলে খেলার পর ২০১৪ সালে লাজিওতে যোগ দেন পর্চে, আর সেখানে নিজের প্রথম পেশাদার চুক্তিতে সই করেন তিনি।
তবে এসেই মূল দলে সুযোগ পাননি পর্চে। সেই বছর লাজিওর যুব দলের হয়ে ইতালির যুব লিগে খেলেছিলেন এবং সুপারকোপ্পা প্রিমাভেরাতে রানার্স আপ হয়েছিলেন। ২০১৫-২০১৮ সাল অবধি লাজিওতে থাকলেও কেবল একটি ম্যাচ খেলেছেন পর্চে। ২০১৬ সালের ২৩ অক্টোবর সিরি আতে টোরিনোর বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসেবে নামেন এই ডিফেন্ডার। সেই সময়ে তিনি ড্রেসিংরুম শেয়ার করেছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজে, সিরো ইম্মোবিলে, স্টেফান ডে ভ্রিজ, লুকাস বিগ্লিয়া ও আন্তোনিও কান্দ্রেভার মত তারকাদের সাথে।
লাজিওতে থাকাকালীন তিনি ২০১৬ সালে লোনে যোগ দেন দ্বিতীয় ডিভিশনের ক্লাবে সালেরনিতানাতে। আর তার পরের বছর আরও এক দ্বিতীয় ডিভিশনের ক্লাব ব্রেসিয়াতে লোনে খেলেন পর্চে। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের লিগ ইস্তার ১৯৬১ এ লোনে খেলেন পর্চে।
২০১৮ সালে লাজিও থেকে পার্মানেন্ট ট্রান্সফারে চলে যান সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাব ওমোনিয়াতে। এরপর ২০১৯ সালে ইউক্রেনের ক্লাব কারপাতিতে যোগ দিলেও তার পরের মাসেই যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব এনকে বারাজদিন। আর গত বছর ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লাভেন বেলুপোতে খেলেছেন পর্চে।
আন্তর্জাতিক কেরিয়ারের কথা বললে, ক্রোয়েশিয়ার সমস্ত জাতীয় যুব স্কোয়াডে খেলার সুযোগ পেয়েছেন পর্চে। ২০১৩ সালে অনুর্ধ্ব ১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রোয়েশিয়া দলে সুযোগ পান পর্চে। এছাড়া সেই বছরে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের দলেও সুযোগ পান পর্চে। ২০১৭ সালে, স্লোভেনিয়ার বিরুদ্ধে ক্রোয়েশিয়ান অনুর্ধ্ব ২১ দলে খেলেন পর্চে। কিন্তু সিনিয়র দলে এখনও অবধি সুযোগ পাননি তিনি।