সৌদির বিরুদ্ধে অঘটন হারের পর কি অবস্থা আর্জেন্টিনা খেলোয়াড়দের? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটে গিয়েছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-২ ফলে পরাজিত হয়েছে এশিয়ার শক্তিধর দেশ সৌদি আরবের কাছে। এগিয়ে থেকেও এই পরাজয়, আর্জেন্টিনার এই হার নিঃসন্দেহে নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে।
আর এই পরাজয় মেনে নিতে পারেননি খোদ আর্জেন্টিনার খেলোয়াড়রাও। ম্যাচের পর মিক্সড জোনে সাংবাদিকরা যখন অপেক্ষা করছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য, তখন অধিনায়ক লিওনেল মেসি এগিয়ে এসে বলেন, সতীর্থরা একপ্রকার মৃত হয়ে পড়েছে। বলা বাহুল্য, মেসি তার সতীর্থদের হতাশার পরিস্থিতি জানাতেই এমন অভিব্যক্তি দিয়েছেন।
কিন্তু কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে আর্জেন্টিনার অন্দরমহলে? এই নিয়ে বিশেষ রিপোর্ট ছেপেছে আর্জেন্টিনার সব থেকে জনপ্রিয় সংবাদপত্র ক্লারিনে। সেখানে লেখা হয়েছে, আর্জেন্টিনা দল যখন নিজেদের বাসস্থান অর্থাৎ কাতারের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে, তখন তাদের খাবার দেওয়া হয়।
কিন্তু বেশিরভাগ খেলোয়াড়ই খাবার নিতে অস্বীকার করে। অনেকেই নিজেদের ঘরের মধ্যে বন্দী থাকে, পরিবার ও বন্ধুদের সাথে ফোনে কথা বলছিলেন।
এর কিছু সময় পর, হেড কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ একটি টিম মিটিং ডাকে। মূলত সেই মিটিংয়ে নবাগত ও বিশ্বকাপের মঞ্চে অনভিজ্ঞ খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করার কাজ করছিলেন স্কালোনি।
এরপর যখন পুরো দল নৈশভোজে বসে, তখন খেলার বিষয়ে খেলোয়াড়দের মধ্যে সামান্য বাক-বিতন্ডা শুরু হয়। এরপর সতীর্থদের উদ্দেশ্য অনুপ্রেরণামূলক বার্তা দেন অ্যাঞ্জেল ডি মারিয়া, রড্রিগো ডে পলের মত গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। তাদের সকলের একটিই বার্তা, বদলা নিতে হবে।