ভারতে আর নয়! এবার পোল্যান্ডে কোচিংয়ের নয়া চ্যালেঞ্জ নিলেন কিবু ভিকুনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ দুই মরশুম ভারতে কোচিং করিয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। মোহনবাগানের হয়ে জিতেছেন আইলিগ, আর তার পরের মরশুম কেরালা ব্লাস্টার্সে প্রবল ব্যর্থ হয়ে মাঝপথেই ছাঁটাই হয়েছেন। এই পরিস্থিতিতে এবার ভারতে আর নতুন চ্যালেঞ্জ নিলেন না আইলিগ জয়ী কোচ। বরং এবার পাড়ি দিলেন সুদুর পোল্যান্ডে।
পোল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের দল এলকেএস লোডজ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিলেন কিবু। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় কিবু জানিয়েছেন, "খুব খুশি এলকেএস লোডজে যোগ দিতে পেরে। দারুণ চ্যালেঞ্জ, বড় ক্লাব, নয়া অধ্যায়।"
এক সময়ের হেভিওয়েট ক্লাব ছিল এই লোডজ। দুইবার পোলিশ লিগ চ্যাম্পিয়ন, একবারের পোলিশ কাপ বিজয়ী। কিন্তু গত ২০ বছর ধরে ক্লাবের মান একেবারে পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিবুর হাতে বড় দায়িত্ব থাকবে লোডজকে পুরোনো গর্বে ফিরিয়ে আনা।
মোহনবাগান সমর্থকদের হৃদয়ে আজও রয়েছেন কিবু ভিকুনা। ২০১৯ সালে সবুজ-মেরুণ ব্রিগেডের দায়িত্ব নিয়ে শুরুতে সমালোচনার মুখে পড়েছিলেন কিবু। ডুরান্ড কাপ ও কলকাতা লিগে রানার্স হওয়ার পর আইলিগের প্রথম দিকে তেমন ছন্দে ছিল না মোহনবাগান। কিন্তু তারপর যে অসাধারণ ফুটবল দেখিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড, চার ম্যাচ বাকি থাকতে আইলিগ জিতে নেয় মোহনবাগান।
কিন্তু এটিকের সাথে সংযুক্তিকরণের জেরে চাকরি যায় কিবুর। আর তারপর আইএসএলের হেভিওয়েট দল কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নেন কিবু। কিন্তু মরশুম শেষের তিন ম্যাচ আগেই বরখাস্ত হন এই স্প্যানিশ কোচ। সেবার দশম স্থানে শেষ করেছিল কেরালা, যা তাদের ইতিহাসের সব থেকে খারাপ ফল।