ব্রেকিং! খিদিরপুরে সই করলেন বাংলা দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। দলগঠনেও বেশ চমক রয়েছে। তবে এবার বড় চমক দিল ঐতিহ্যশালী এই ক্লাব।
আসন্ন টুর্নামেন্টের জন্য খিদিরপুরে সই করলেন অভিজ্ঞ গোলকিপার প্রিয়ন্ত কুমার সিং। সদ্য সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রিয়ন্ত। খেলেছেন মহমেডান স্পোর্টিং ক্লাবেও। ফলে প্রিয়ন্তের আগমণে খিদিরপুরের ডিফেন্স অনেকটাই ভরসাযোগ্য হল বলাই যায়।
তিন মাসের চুক্তিতে শুধুমাত্র কলকাতা লিগের জন্য খিদিরপুরে সই করেছেন প্রিয়ন্ত। লিগ শেষের পর যা সম্ভাবনা, আইএসএলের কোনও ক্লাবে যোগ দেবেন প্রিয়ন্ত।
নতুন কোচ দেবরাজ চ্যাটার্জির অধীনে বিল্ড আপ ফুটবলে নিজেদের তুলে ধরতে চলেছে খিদিরপুর। ক্লাব ম্যানেজমেন্ট আশা করছে, এবারের লিগে বড় চমক দিতে চলেছে তারা।