ওড়িশা এফসির প্রধান শক্তি দিয়েগো মউরিসিওকে পেতে কাজ শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরাবরই হাইপ্রোফাইল সাইনিং করিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় কেরালা ব্লাস্টার্স। কিন্তু মাঠের পারফর্মেন্সের বেলায় সেই প্রত্যাশা আর মেটেনা। এবারের আইএসএলে দুর্দান্ত টিম গড়েও দশম স্থানে শেষ করেছে কেরালা ব্লাস্টার্স, মাঝপথেই ছাঁটাই হয়েছেন আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা।
এবার শক্তিবৃদ্ধি করতে নতুন ভাবে ঝাঁপাতে চলেছে কেরালা। গ্যারি হুপার ও ফাকুন্ডো পেরেরার সাথে এবার আক্রমণভাগকে বাড়াতে ওড়িশা এফসির প্রধান খেলোয়াড় দিয়েগো মউরিসিওকে টার্গেট করল তারা। আগামী মে মাসে মউরিসিওর চুক্তি শেষ হচ্ছে, আর এর জেরে ফ্রি এজেন্ট হিসেবে এই ব্রাজিলিয়ানকে পেতে কাজ শুরু করে দিয়েছে কেরালা।
যদিও ওড়িশা চেষ্টা চালাচ্ছে মউরিসিওকে রেখে দেওয়ার জন্য, তবে ব্রাজিলের এই ফরোয়ার্ড বিশেষ শর্ত রেখেছেন যাতে গোলের পাস বাড়ানোর মত অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়দের সই করায় ওড়িশা। আর সেই শর্ত পূরণে তৈরি কেরালা। রাহুল কেপি এবং সাহাল আব্দুল সামাদের মত দুরন্ত মিডফিল্ডারদের উপস্থিতিতে গোলের বল প্রচুর পাবেন মউরিসিও, তা বলাই যায়।
এবারের আইএসএলে ওড়িশার হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন দিয়েগো, এবং ১২টি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে অন্তত চারটি গোল বিশ্বমানের ছিল। গোলের গন্ধ থাকার পাশাপাশি বক্সে দারুণ জায়গা তৈরি করে নিতে সক্ষম মউরিসিও। ফলে গ্যারি হুপারের সাথে মউরিসিওকে আনলে কেরালার আক্রমণ নিঃসন্দেহে লিগের অন্যতম সেরা আক্রমণ হবে।