২০১৮ বিশ্বকাপ খেলা তারকা এই ইউরোপীয় তারকা ডিফেন্ডারকে টার্গেট করল কেরালা ব্লাস্টার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে একেবারে হতশ্রী পারফর্মেন্স করেছে কেরালা ব্লাস্টার্স। কেবল ওড়িশা এফসিকে পিছনে রেখে দশম স্থানে শেষ করেছে তারা। এবার আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গড়ার লক্ষ্যে তারা। আর তাদের নজরে রয়েছে আইসল্যান্ডের তারকা ডিফেন্ডার আরি ফ্রেয়র স্কুলাসন।
৩৩ বছরের এই লেফট ব্যাক বর্তমানে বেলজিয়ামের জুপিলার প্রো লিগের ক্লাব কেভি উস্তেন্দেতে খেলছেন। জানা গিয়েছে, আইসল্যান্ডের এই ডিফেন্ডারকে নিতে আগ্রহী হয়েছে কেরালা ব্লাস্টার্স। এবং এই চুক্তি সইতে বড় ভূমিকা রাখছেন খোদ কেরালা ব্লাস্টার্সের স্পোর্টিং ডিরেক্টর কারোলিস স্কিনকিস, যিনি স্কুলাসনের সাথে বেশ পরিচিত।
আগামী জুন মাসে চুক্তি শেষ হচ্ছে আইসল্যান্ডের জাতীয় দলের এই ডিফেন্ডারের। ২০১৬ ইউরোতে আইসল্যান্ড প্রথম সুযোগ পায়, আর প্রথম সুযোগে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেই টুর্নামেন্টে সমস্ত ম্যাচ খেলেন স্কুলাসন। এছাড়া ২০১৮ ফিফা বিশ্বকাপের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পান। এছাড়া আইসল্যান্ডের যুব দলের প্রতিটি বিভাগে খেলেছেন স্কুলাসন।
এদিকে বেলজিয়াম ছাড়াও ইউরোপের একাধিক দেশের প্রথম ডিভিশনের ক্লাবে খেলেছেন স্কুলাসন। নেদারল্যান্ডের এসসি হিরেনভিন, সুইডেনের বিকে হাঁকেন, স্কটল্যান্ডের ডানফেরম্লিনে অ্যাথলেটিক এফসির মত একাধিক ক্লাবে খেলেছেন। ফলে এই ডিফেন্ডার প্রচুর অভিজ্ঞ, যা কেরালা ব্লাস্টার্সের পক্ষে ভালোই হবে।