কিবুর দলে আর্জেন্টাইন মিডফিল্ডার?

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কিবু ভিকুনার দলে আসতে পারেন এক আর্জেন্টিনীয় এটাকিং মিডফিল্ডার। ফুকুন্দ পেরেইরার সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে কেরালা ব্লাস্টার্স কর্ম কর্তাদের।
আর্জেন্টিনীয় এই ফুটবলার বর্তমানে সাইপ্রাসের একটি ক্লাব অপ্লোন লিমাসলে দলে ছিলেন। কেরালার দলের সঙ্গে কথা পাকা হবার পথে।
৩২ বছর বয়সী এই ফুটবলার বুয়েন্স এয়ার্সের এস্তদিয়ানস্তে ছিলেন ২০০৬ থেকে ০৯ পর্যন্ত।