কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিলেন তরুণ সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও নয়া কোচ আনল কেরালা ব্লাস্টার্স। নিজেদের ঐতিহ্য বজায় রেখে ফের হাইপ্রোফাইল কোচ নিয়োগ করল কেরালা। এবার সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে প্রধান কোচ হিসেবে আনল কেরালা।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্যাকেজের মাধ্যমে কেরালা ব্লাস্টার্স নিজেদের নয়া কোচকে ঘোষণা করে। বেশ কয়েক দিন ধরে জল্পনা চলছিল ইভানের যোগদানের বিষয়ে, এবার তাতে শিলমোহর পড়ল।
৪৩ বছর বয়সী এই তরুণ কোচ বেলজিয়ামের হেভিওয়েট ক্লাব স্ট্যান্ডার্ড লিয়েজে সহকারী হিসেবে শুরু করেছিলেন, ২০১৪-১৫ মরশুমে।হেড কোচ হিসেবে যোগ দেন ইভান, সেই বছর ইউরোপা লিগ খেলে লিয়েজে। এরপর ২০১৬ সালে স্লোভাকিয়ার প্রথম ডিভিশনের ক্লাব স্লোভান ব্রাতিস্লাভার দায়িত্ব নেন ইভান, আর তারপর ২০১৯ সালে সাইপ্রাসের ক্লাব অ্যাপোলোন লিমাসোলের দায়িত্ব পান।