রিয়াল মাদ্রিদ নয়, জুভেন্টাসে যাওয়ার মুখে ছিলেন তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদকে যারা সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ফরাসি ক্লাব লিয়ঁ থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন বেঞ্জেমা, কিন্তু এমনটা নাও হতে পারত। যদি সব ঠিকঠাক হত, তবে লস ব্ল্যাঙ্কোস নয়, ওল্ড লেডি জুভেন্টাসে যোগ দিতেন বেঞ্জেমা।
এই নিয়ে বিশেষ কাহিনী শুনিয়েছেন ইতালি ও জুভেন্টাসের প্রাক্তন মিডফিল্ডার ক্লদিও মার্কিসিও, যিনি দাবি করেছেন, জুভেন্টাস খুব কাছাকাছি ছিল বেঞ্জেমাকে সই করানোর বিষয়ে। এই নিয়ে একটি ইতালীয় ইউটিউব চ্যানেলে মার্কিসিও বলেছেন, “উনি (বেঞ্জেমা) একজন অসাধারণ খেলোয়াড়। বেঞ্জেমা খুব কাছাকাছি ছিলেন জুভেন্টাসে যোগদানের বিষয়ে, যে বছর সিরো ফেরেরা দলকে কোচিং করিয়েছিলেন।“
যদিও বেঞ্জেমা সিদ্ধান্ত বদলে রিয়ালে যোগ দেন। আর তারপর থেকে ফুল ফুটিয়ে চলেছেন তিনি। রোনাল্ডোর বিদায়ের পরেও গোল করা অব্যাহত রেখেছেন করিম। এই নিয়ে মার্কিসিও বলেছেন, “এটি খুবই দুঃখের কথা, বলা বাহুল্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিদায়ের পর কেবল উনিই গোল করে চলেছেন।“
যে মরশুমটির কথা মার্কিসিও বলছেন সেটি হল ২০০৯-১০ মরশুম, সেই মরশুমে লিয়ঁ থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ সই করে বেঞ্জেমাকে। অন্যদিকে সেই মরশুমে জঘন্য পারফর্মেন্স ছিল জুভেন্টাসের। সিরি আতে সপ্তম স্থানে শেষ করেছিল তারা, এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ে ছিটকে গিয়েছিল। যার জেরে কোচ সিরো ফেরেরাকে ছাটাই করে দেয় জুভেন্টাস।