এই সুপারস্টারকে সই করালে রিয়াল মাদ্রিদ ছাড়বেন! হুঁশিয়ারি দিলেন করিম বেঞ্জেমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলছেন ফরাসি এই ফরোয়ার্ড। ২৭ ম্যাচে ২৪ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন বেঞ্জেমা। ফলে বলাই যায়, এই মরশুমে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন বেঞ্জেমা।
কিন্তু যা খবর, তাতে রিয়াল মাদ্রিদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জেমা। কাতালান পত্রিকা এল ন্যাসিওনালের রিপোর্ট অনুযায়ী, করিম বেঞ্জেমা চান না রিয়াল মাদ্রিদে আসুন নরওয়েজিয়ান ফরোয়ার্ড এরলিং হালান্ড। এবং হালান্ড এলে তিনি ক্লাব ছাড়বেন, এমনটাই জানিয়েছেন বেঞ্জেমা।
রিপোর্ট অনুযায়ী, ৩৪ বছরের এই ফরাসি ফরোয়ার্ড প্রথম একাদশ থেকে নিজের জায়গা হারাতে চান না। এবং এটি স্পষ্ট, হালান্ডের আগমণে সেই জায়গা অবশ্যই হারাবেন বেঞ্জেমা। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বেঞ্জেমা।
তবে ২০২৩ অবধি চুক্তিবদ্ধ বেঞ্জেমার রিলিজ ক্লজ অত্যন্ত বেশি, ফলে ফরাসি ফরোয়ার্ডকে সই করতে পারে এমন ক্লাব খুব কম রয়েছে। তবে প্যারিস সেইন্ট জার্মেইন বেঞ্জেমাকে পেতে আগ্রহী।
এদিকে রিয়াল মাদ্রিদকে বেঞ্জেমা জানিয়েছেন, ফ্রান্স জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে আনলে কোনও সমস্যা নেই বেঞ্জেমার। যেহেতু এমবাপ্পের সাথে জাতীয় দলে খেলে এসেছেন বেঞ্জেমা, ফলে লিঙ্ক আপটা অনেক সহজ হবে বলে মনে করেন এই ফরাসি ফরোয়ার্ড।