রিপোর্ট : রোনাল্ডোর পরিবর্তে ইউনাইটেডের কাছে পল পোগবাকে চাইছে জুভেন্টাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষে জুভেন্টাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমন জল্পনা বেশ জোরদার হয়েছে। বেশ কিছু ক্লাব পর্তুগিজ মহাতারকাকে পেতে আগ্রহ দেখিয়েছে, আর তার মধ্যে অন্যতম হল ম্যানচেস্টার ইউনাইটেড। রোনাল্ডোকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রেড ডেভিলসরা।
তবে এবার রোনাল্ডোকে ইউনাইটেডের দেওয়ার বিষয়ে পাল্টা চাল চালল জুভেন্টাস। ইতালীয় পত্রিকা গ্যাজেটা ডেলো স্পোর্ট এর রিপোর্ট অনুযায়ী, ৩৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তে ২৮ বছরের সুপারস্টার মিডফিল্ডার পল পোগবাকে চাইছে জুভেন্টাস। জুভেন্টাস থেকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পোগবা, আর এবার ফের এই ফরাসি মিডিওকে পেতে আগ্রহ দেখিয়েছে জুভে।
৩৬ বছর বয়সেও দুর্দান্ত খেল দেখিয়েছেন রোনাল্ডো। সিরি আতে এই মরশুমে ২৯ গোল করেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়নস লিগে চার গোল করেছেন তিনি। সুতরাং আজও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হিসেবেই বিবেচিত রোনাল্ডো। অভিজ্ঞ হিসেবে এডিনসন কাভানির দুরন্ত ফর্মকে মাথায় রেখে ইউনাইটেড এগোতেই পারে রোনাল্ডোর জন্য।
তবে অফ ফর্মকে কাটিয়ে উঠে দুর্দান্ত ছন্দে হাজির ছিলেন পল পোগবা। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে সোল্কজায়েরের ভরসার খেলোয়াড় হয়ে উঠেছেন পোগবা। এমন দুরন্ত ফর্মে থাকা অবস্থাতে জুভেন্টাসকে পোগবা ছেড়ে দেওয়া হবে কিনা, সেটিও যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে ইউনাইটেডের জন্য।