মরশুম শেষে শীর্ষেই থাকবে এটিকে মোহনবাগান জানিয়ে দিলেন জুয়ান ফেরান্দো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার আইএসএলের লিগ টেবিলের লাস্ট বয়ের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলতে নামবে জুয়ান ফেরান্দোর সবুজ মেরুণ ব্রিগেড। নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এক পয়েন্ট অর্জন করতেও ব্যর্থ হলেও এটিকে মোহনবাগান কোচ সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিয়েছেন তিনি ম্যাচটি মোটেও সহজ ভাবে নিচ্ছেন না।
ফেরান্দো বলেছেন, "অনেকেই ভাবছেন ম্যাচটি সহজ হবে। তবে ম্যাচটি মোটেও সহজ হবেনা। আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে। তারা ম্যাচে কিছু করে দেখাতে চায়। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার।"
নিজের ফুটবলার দের প্রতি ভরসা রেখে ফেরান্দো বলেছেন, "আমি দলের উপর ভরসা রাখছি। এটিকে মোহনবাগান দলই মরশুম শেষে লিগ শীর্ষে থাকবে। নর্থ ইস্ট ভালো লড়াই করবে ফলে ম্যাচটি কঠিন হবে।"
৪ বিদেশি নিয়ে আইএসএলের ম্যাচ খেলা কঠিন। এই বিষয় জুয়ান বলেছেন, "প্রায় প্রতিটি দলই ৬ বিদেশি নিয়ে খেলছে সেখানে আমরা ৩ বিদেশি নিয়েও খেলেছি। তবে দলের প্রতি আমার ভরসা আছে। এটিকে মোহনবাগান দলে কোনও দেশি-বিদেশি বিভেদ নেই। গোটা দল একসাথে পরিশ্রম করছে।"
সবশেষে তিনি জানিয়েছেন তিনি কখনই দলের খেলা নিয়ে সন্তুষ্ট হন না। তিনি মনে করেন তাকে এবং তার দলকে আরও ভালো করতে হবে।