এটিকে মোহনবাগানকে সেরা করাই লক্ষ্য: জুয়ান ফেরাণ্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেরান্ডো। শনিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছিলো গত চার ম্যাচে জয় না থাকার জেরে সেই ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি ছেয়েছিলেন আন্তোনিও হাবাস লোপেজ। আর সোমবারই হাবাসের স্থলাভিষিক্ত হলেন জুয়ান ফেরান্ডো।
জুয়ান জানিয়েছেন, "আমি প্রথম দিন থেকেই দলের জন্য একশো দশ শতাংশ দেব যাতে সবুজ মেরুন সমর্থকেরা দলের সেরা খেলাটা উপভোগ করতে পারে। আমি দলের সেরা খেলাটা বের করে আনার জন্য যথাসাধ্য সাহায্য করব এবং আমার বিশ্বাস আমরা খুব শিগগিরি আমাদের দলের জয়ে একসাথে গলা মেলাব"