নতুন চ্যালেঞ্জ পেলেন জবি জাস্টিন, যোগ দিলেন চেন্নাইন এফসিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে নতুন পথ পেলেন জবি জাস্টিন। দুই মরশুমের গ্লানির পর শেষ অবধি নতুন ঘর পেলেন কেরালার এই ফুটবলার। দুই বছরের চুক্তিতে চেন্নাইন এফসিতে যোগ দিলেন জবি জাস্টিন।
রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেয় চেন্নাইন এফসি। ২০২৩ সাল অবধি দুইবারের আইএসএল চ্যাম্পিয়নদের সাথে চুক্তিবদ্ধ হলেন জবি। গত শনিবার এটিকে-মোহনবাগান থেকে রিলিজ পেয়েছিলেন জবি, যার পর এই সই যেন জানাই ছিল।
চেন্নাইনে যোগ দিয়ে জবি বলেন, "আমি খুবই খুশি চেন্নাইন এফসির মত এমন নামী ক্লাবের তরফ থেকে প্রস্তাব পেয়ে। দক্ষিণ ভারতীয় হওয়ায়, আমি সব সময় দক্ষিণের কোনও ক্লাবে খেলতে চেয়েছিলাম, এবং যখন চেন্নাইন এফসির ডাক আসে, আমার পক্ষে খুবই সহজ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।"
২০১৮-১৯ সালে আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত ফুটবল খেলেন জবি, নয় গোল করেছিলেন সেই মরশুমে। কিন্তু পরের মরশুমে এটিকেতে যোগ দিয়ে যেন খেই হারিয়ে ফেলেন জবি। মাত্র ১০ ম্যাচ খেলেন তিনি। এরপর এটিকে-মোহনবাগানে চোটের জেরে সুযোগই পেলেন না। এবার চেন্নাইনে নিজের কেরিয়ারকে নতুন করে ফিরে পাওয়ার সুযোগ পাবেন জবি।