এটিকে-মোহনবাগান ছাড়তে চলেছেন জবি জাস্টিন, গেমটাইম পেতে যোগ দেবেন এই ফ্র্যাঞ্চাইজিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনে বেশ ভালো কাজ শুরু করে দিয়েছে এটিকে-মোহনবাগান। সদ্য দীপক টাংরিকে তুলে নিজেদের ভারতীয় স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে সবুজ-মেরুণ ব্রিগেড। তবে তার জন্য বেশ কিছু খেলোয়াড়কেও ছেড়ে দিয়েছে এটিকে-মোহনবাগান, আর এদের অধিকাংশই গেমটাইমের জন্য দল ছেড়েছেন।
এবার এটিকে-মোহনবাগান থেকে যেতে চলেছেন ২৭ বছরের তারকা ফরোয়ার্ড জবি জাস্টিন। ২০১৯ সালে ইস্টবেঙ্গল থেকে যাওয়ার পর থেকে এটিকে ও এটিকে-মোহনবাগানে দুই মরশুমে খেলার সুযোগই পাননি। গত মরশুমে চোটেই পুরো মরশুম কাটিয়ে দিয়েছেন জবি। এই অবস্থায় আসন্ন মরশুমে কেরালার এই ফুটবলারকে নিয়ে আদৌ কোনও পরিকল্পনা রয়েছে কিনা হাবাসের, সে নিয়ে সন্দেহ রয়েছে।
আর এর জেরে ক্লাব ছাড়তে চাইছেন জবি, এটিকে-মোহনবাগানও রাজি তাকে ছাড়তে। আর জবিকে নিতে আগ্রহী হয়েছে নর্থইস্ট ইউনাইটেড। জানা গিয়েছে, ইতিমধ্যে এটিকে-মোহনবাগান ও জবির এজেন্টের সাথে কথা বলেছে নর্থইস্ট। জবির জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি নর্থইস্ট। জানা গিয়েছে, ৪০ লক্ষ টাকা দিতে চায় নর্থইস্ট ইউনাইটেড।
এদিকে এই প্রস্তাবে বেশ খুশি জবি ও তার এজেন্ট। ইতিমধ্যেই এটিকে-মোহনবাগান ছাড়ার জন্য আবেদন করেছেন জবি। আগামী কয়েক দিনের মধ্যেই হয়ত ছবিটা পরিষ্কার হয়ে যাবে।