এটিকে-মোহনবাগান থেকে রিলিজড জবি জাস্টিন, তারকা ফরোয়ার্ডকে পেতে এই দুই ক্লাব এগিয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই মরশুম এটিকে ও এটিকে-মোহনবাগানের হয়ে অতি অল্প সময় ফুটবল খেলেছেন তারকা ফরোয়ার্ড জবি জাস্টিন। ইস্টবেঙ্গলের হয়ে লিগের সেরা ভারতীয় খেলোয়াড় হওয়ার পর থেকে কেরিয়ারে বড়সড় ঘাটতি নেমে গিয়েছে কেরালার এই ফুটবলারের। চোট-আঘাত ও অফ ফর্মে গেমটাইমই পাননি জবি।
আর এর জেরে এবার যেন স্বস্তিই পেলেন জবি। এটিকে-মোহনবাগান থেকে সরকারিভাবে রিলিজ পেলেন জবি জাস্টিন। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে। আর এখানেই প্রশ্ন, কোন ক্লাবে সই করবেন জবি?
জবিকে পেতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাইন এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। জানা গিয়েছে, জবিকে পেতে প্রস্তাব পাঠিয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। ২৮ বছরের এই অভিজ্ঞ স্ট্রাইকারের সুবিধা পেতে চাইছে দুই ক্লাবই। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে জবি ও তার এজেন্টের উপর।
তবে এটুকু স্পষ্ট, যে ক্লাবেই যান না কেন জবি, গেমটাইম তিনি পেতে চাইবে। আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে যে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন জবি, সেই ফর্মকে ফিরে পেতে দরকার মাঠে খেলার সময়। আর সেই শর্তই তিনি রাখছেন দুই দলের কাছে। এখন দেখার, কোন দল বাজিমাত করতে পারে জবিকে পেতে।