ইস্টবেঙ্গলে থাকছেন জেজে, কেরালা ব্লাস্টার্স থেকে এই তরুণ তুর্কিকে আনল লাল-হলুদ শিবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডেডলাইন ডেতে একের পর এক সই অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের। গত বছরে ফ্লপ হওয়া অভিজ্ঞ ফরোয়ার্ড জেজেকে রিটেইন করল এসসি ইস্টবেঙ্গল, এদিকে কেরালা ব্লাস্টার্স থেকে নাওরেম মহেশ সিংকে সই করাল লাল-হলুদ শিবির।
ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে, চেন্নাইন এফসিতে যাওয়ার কথা থাকলেও এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জেজেকে রাখতে আগ্রহী ছিল। আর তাদের প্রস্তাবে সাড়া দিয়ে রাজিও হন জেজে।
গত মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না জেজে। পেয়েছেন খুব কম ম্যাচটাইম। একটি গোলও করেছেন তিনি। তবে আইএসএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় গোলস্কোরারের থেকে আরও বেশি আশা করছেন সমর্থকরা।
এদিকে কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের লোমে এসসি ইস্টবেঙ্গলে আসছেন নাওরেম মহেশ সিং। গত বছর সুদেভা এফসিতে লোনে ছিলেন নাওরেম। এবার ফের কেরালা অভিজ্ঞতা ও গেমটাইম অর্জনের জন্য পাঠাল এসসি ইস্টবেঙ্গলে।
২২ বছরের এই তরুণ ফরোয়ার্ড ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত একটি নাম। শিলং লাজংয়ের হয়ে দুর্দান্ত ফুটবল খেলে নজর কেড়েছিলেন তিনি। গত আইলিগে সুদেভার হয়ে এক গোল ও দুই অ্যাসিস্ট করেছিলেন নাওরেম। প্রয়োজনে মিডফিল্ডে খেলতে সক্ষম এই তরুণ ফুটবলার। ফলে ইউটিলিটি প্লেয়ার পেল এসসি ইস্টবেঙ্গল।