ইস্টবেঙ্গলে সই করলেন জেজে-নারায়ণ দাস। সরকারি ঘোষণা কবে?

নিজস্ব প্রতিনিধি: আইএসএলে খেলার সরকারি ঘোষণার পরেই ভারতীয় ফুটবলারদের একে একে সই করাতে শুরু করে দিয়েছেন কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই চুক্তিপত্রে সই করে দিয়েছেন জেজে ও নারায়ণ দাস। দলের হেড কোচের নাম প্রকাশ্যে আসার পরেই বাকি ভারতীয় ও বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা করা হবে। কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন লিভারপুলের প্রাক্তন তারকা ফুটবলার রবি ফাউলার। শোনা যাচ্ছে মঙ্গলবার নাগাদ কোচের নাম ঘোষণা করতে পারে ক্লাব।
২৯ বছরের 'মিজো স্নাইপার' জেজে'র গত মরসুম চোট-আঘাতের মধ্যেই গিয়েছে। তবে হাঁটুর চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট টিম ইন্ডিয়ার এই স্ট্রাইকার। শোনা গিয়েছে লাল-হলুদের অধিনায়ক হিসেবে জেজে'র নাম প্রাথমিকভাবে ভেবে রেখেছেন কর্তারা। ২০১৫ ও ২০১৭-১৮ মরসুমে চেন্নাইয়ন এফসি'র হয়ে আইএসএল জিতেছেন জেজে। এর আগে অবশ্য মোহনবাগানের হয়ে আই লিগ ও ফেডারেশন কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এদিকে জেজে'র পাশাপাশি লেফট ব্যাক নারায়ণ দাস'ও ফের একবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন। টাটা ফুটবল একাডেমি থেকে উঠে আসা ত্রিবেণী'র এই যুবক পুনে সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি'র মত দলে খেলেছেন। ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন ২৯'টি ম্যাচ। ফলে এমন ফুটবলার আসায় দলের ডিফেন্স যে আরও শক্তিশালী হবে এমনটা বলাই যায়।