এটিকে-মোহনবাগান ছেড়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন জয়েশ রানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে নতুন ঘর পেলেন তারকা মিডফিল্ডার জয়েশ রানে। এটিকে-মোহনবাগান থেকে তিন বছরের চুক্তিতে যোগ দিলেন বেঙ্গালুরু এফসিতে। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেয় বেঙ্গালুরু।
গত ১৫ জুন এটিকে-মোহনবাগান থেকে রিলিজ পান জয়েশ। এরপর এসসি ইস্টবেঙ্গল প্রাথমিক আগ্রহ দেখালেও পরে সেই আগ্রহ দেখায় নর্থইস্ট ইউনাইটেড ও বেঙ্গালুরু এফসি। কিন্তু শেষ অবধি ২৮ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তুলে নিল বেঙ্গালুরু।
গত আইএসএলে এটিকে-মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচ খেলেন জয়েশ, কিন্তু কেবল ৪১৭ মিনিট খেলেন। প্রথম একাদশে কেবল চারবার নেমেছিলেন তিনি, যেখানে পরিবর্ত হিসেবে ১২ বার খেলেছেন জয়েশ। ডিফেন্সিভ মিডফিল্ডে এটিকে-মোহনবাগানের জায়গা পূরণ করতে পারেননি রানে, যার জেরে মরশুম শেষে তার বিদায় নিশ্চিত ছিল। এবার দেখার, বেঙ্গালুরুতে গিয়ে কি করতে পারেন মুম্বইয়ের এই ফুটবলার।