তারকা স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে বিদায় জানাল এটিকে-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এমনটা যেন হওয়ারই ছিল, দলের তারকা মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে বিদায় জানাল এটিকে-মোহনবাগান। গত মরশুমে এটিকে-মোহনবাগানের অন্যতম বড় স্তম্ভ ছিলেন এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার।
শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জাভির কিছু মুহুর্তের ভিডিও শেয়ার করে বিদায়ের খবর জানায় সবুজ-মেরুণ ব্রিগেড। এর জেরে এখন জোর সম্ভাবনা তৈরি হয়েছে নয়া বিদেশী মিডফিল্ডার নেওয়া নিয়ে। যদিও আইএসএলের নয়া নিয়মে বিদেশীদের সংখ্যা কমেছে, আর এর জেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল গতবারের আইএসএল রানার্সরা।
গত মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে অসাধারণ খেলেন জাভি হার্নান্ডেজ। মোট ১৭টি ম্যাচ খেলেন, এবং একমাত্র গোল আসে কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ডিফেন্সিভ মিডফিল্ডে বেশ ভরসা দিয়েছিলেন কোচ আন্তোনিও হাবাসকে। এবার জাভির বিদায়ে এটিকে-মোহনবাগানের শক্তিক্ষয় হল, তা বলাই যায়।