কেরালা ব্লাস্টার্সের তারকা জর্ডান মারেকে পেতে আগ্রহ দেখিয়েছে জামসেদপুর এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে এবার ময়দানে বড়সড় পদক্ষেপ নিল জামসেদপুর এফসি। কেরালা ব্লাস্টার্সের তারকা ফরোয়ার্ড জর্ডান মারেকে পেতে আগ্রহ দেখিয়েছে তারা।
আগামী ৩১ মে চুক্তি শেষ হচ্ছে মারের। এবং এখনও অবধি চুক্তি বাড়াননি তিনি। আর মাত্র চার দিন বাকি থাকায় সুযোগের সদ্ব্যবহার নিতে চাইছে জামসেদপুর। ইতিমধ্যেই মারের এজেন্টের সাথে কথা বলেছে জামসেদপুরের রিক্রুটাররা। জানা গিয়েছে, কেরালার থেকে বেশি বেতন ও দুই বছরের চুক্তির অফার দেওয়া হয়েছে মারেকে।
যদিও এই চার দিনের মধ্যেই কেরালা ব্লাস্টার্সকে শেষ চাল চালতেই হবে। তারকা এই অজি ফরোয়ার্ড এই মরশুমে গ্যারি হুপারের সাথে দারুণ জুটি তৈরি করেছিলেন এবং সাত গোল করেছিলেন নিজের প্রথম আইএসএলে। যদিও কেরালা ব্লাস্টার্স দশম স্থানে শেষ করেছিল। কিন্তু আগামী মরশুমে মারেকে রাখতে আগ্রহ নিশ্চই দেখাবে কেরালা।