ইস্টবেঙ্গল থেকে বিতাড়িত ড্যানিয়েল চিমাকে সই করাল জামসেদপুর এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গল থেকে রিলিজ পাওয়া ড্যানিয়েল চিমাকে বাকি মরশুমের জন্য সই করাল জামসেদপুর এফসি। চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন নাইজেরীয় এই ফরোয়ার্ড, করেছেন দুটি গোল।
জামসেদপুরে যোগ দিয়ে চিমা বলেছেন, "আমি খুবই খুশি ও গর্বিত জামসেদপুর এফসির মত বড় ক্লাবে যোগ দিতে পেরে। আমি খুবই খুশি এই ক্লাব আমার ক্ষমতা বুঝতে পেরেছে এবং কোচ ও ম্যানেজমেন্ট আমার প্রতি ভরসা রেখেছে। আমি আমার সর্বোচ্চ সেরাটা দেব যাতে এই দল তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছয় এবং সমর্থকদের জন্য গর্ব আনতে পারি।"
চলতি আইএসএলের মাঝপথে জামসেদপুর এফসি থেকে চেন্নাইন এফসিতে যোগ দেন নেরিলাস ভালস্কিস। ফলে তারই পরিবর্ত হিসেবে ড্যানিয়েল চিমাকে সই করিয়েছে জামসেদপুর। এবারের আইএসএলে দুটি গোল করেছেন চিমা।
তবে এসসি ইস্টবেঙ্গলের হয়ে চিমার পারফর্মেন্সে একেবারে খুশি ছিলেন না সমর্থকরা। সহজ গোলের সুযোগ হাতছাড়া করা, বাজে ফার্স্ট টাচ - সব মিলিয়ে চিমার খেলায় প্রচন্ড অসন্তুষ্ট ছিলেন অনেকে। এবার দেখা যাক, ওয়েন কোলের অধীনে কেমন পারফর্ম করেন চিমা?