এফসি গোয়াকে হারাতে না পারা এই ক্লাব তুলে নিল সুপারস্টার ফুটবলার হামেস রডরিগেজকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পারফর্মেন্সে সকলকে অবাক করে দেয় এফসি গোয়া। ভারতের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলা গোয়া গ্রুপে তৃতীয় হয়ে শেষ করে। এবং সব থেকে বড় ব্যাপার, কাতারের হেভিওয়েট ক্লাব আল রায়ানকে দুই লেগের ম্যাচেই আটকে দেয় গোয়া।
এবার সেই আল রায়ানই কার্যত চমক খাঁড়া করল। সুপারস্টার কলম্বিয়ান ফুটবলার হামেস রডরিগেজকে এভার্টন থেকে সই করিয়েছে আল রায়ান। ইতিমধ্যেই কাতারি ক্লাব নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সাইনিং নিয়ে আভাস দিয়েছে, আর এই নিয়ে বিদেশের নানা নামী মিডিয়াও ইতিবাচক বার্তা দিয়েছে।
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস রডরিগেজ এভার্টনে সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। মোনাকো, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে দাপিয়ে খেলা হামেস এবার এশিয়ায় নিজের ম্যাজিক দেখাতে চলেছেন। কে বলতে পারে, ৩০ বছরের এই সুপারস্টার হয়ত একদিন আইএসএলেও পদার্পন করতে পারেন।