ভারতকে আমরা আঘাত দিতে পারি, হুঙ্কার ছাড়লেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সোমবার বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন ও ২০২৩ এশিয়া কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। গত লেগে কলকাতায় ১-১ ড্রয়ে ক্ষান্ত হয়েছিল এই দুই দেশ। এবার জয় পেয়ে লিগ টেবিলে ভালো অবস্থানে থাকতে চাইছে ভারত ও বাংলাদেশ।
আর ম্যাচের আগে কার্যত হুঙ্কারের সুরে ভারতকে চ্যালেঞ্জ দিয়ে বসলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। কলকাতা লেগের উদাহরণ দিয়ে জামাল বলেছেন, "খুবই উত্তেজক ম্যাচ হবে, প্রচুর লড়াই হবে। এমন একটি ভালো ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। শেষবার কলকাতায় আমরা নিরাশ ছিলাম যে তিন পয়েন্ট পাইনি কারণ ম্যাচের শেষের দিকে ভারত গোল করেছিল। আর সেই খিদে রয়েছে আমাদের কাছে, আর আমরা জানি আমরা ভারতকে আঘাত দিতে পারি।"
ভারতের তুলনায় ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা বাংলাদেশের অধিনায়ক প্রত্যয়ী, আফগানিস্তান ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে নামবে তারা। জামাল বলেছেন, "আমাদের দলের আত্মবিশ্বাস খুব ভালো রয়েছে এই সময়ে। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের জয়ের সুযোগ ছিল। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারত ম্যাচে নামব।"
এদিকে বাংলাদেশ কোচ জেমি ডে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভারতের মান বাংলাদেশের তুলনায় অনেক বেশি এবং র্যাঙ্কিংয়েও ভারত অনেকটাই এগিয়ে। ফলে কোচ ও অধিনায়কের বার্তার মধ্যে দ্বিধা রয়েছে, তা বোঝাই যাচ্ছে।