অপেক্ষার অবসান! পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করলেন জ্যাডন স্যাঞ্চো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই বছরের অপেক্ষার অবসান। দীর্ঘদিন ধরে লড়াই করার পর অবশেষে তারকা ইংরেজ উইঙ্গার জ্যাডন স্যাঞ্চোকে সই করল ম্যানচেস্টার ইউনাইটেড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৭৩ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে স্যাঞ্চোকে সই করাল ইউনাইটেড।
শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে ম্যানচেস্টার ইউনাইটেড। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চার মরশুমে ৫০টি গোল ও ৬৪টি অ্যাসিস্ট করেছেন ২১ বছরের এই ইংরেজ ফুটবলার। সদ্য সমাপ্ত ইউরো ২০২০তে ইংল্যান্ড দলে ছিলেন স্যাঞ্চো।
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বসিত স্যাঞ্চো। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে স্যাঞ্চো বলেছেন, "আমি সবসময় ডর্টমুন্ডের কাছে কৃতজ্ঞ থাকব আমায় প্রথম টিমের ফুটবলে সুযোগ দেওয়ার জন্য, যদিও আমি জানতাম যে আমি একদিন ইংল্যান্ডে ফিরে আসব। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সুযোগ স্বপ্নপূরণের মত এবং আমি মুখিয়ে রয়েছি প্রিমিয়ার লিগে পারফর্ম করার জন্য। এটি একটি তরুণ ও উৎসাহী দল এবং আমি জানি, আমরা সকলে মিলে স্পেশাল কিছু করতে পারি সাফল্য আনার জন্য যা সমর্থকদের প্রাপ্য।"