ভুবনেশ্বরে প্রথমবার খেলতে গিয়ে ঢালাও প্রশংসা সুনীল ছেত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৮ তারিখ মোঙ্গোলিয়ার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল দল। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে জানালেন নিজের কেরিয়ারে ভুবনেশ্বর, এমনকি ওড়িশার কোনো স্টেডিয়ামেই এর আগে খেলেননি।
আরও পড়ূন- "আমরা ট্রফি জিততেই এসেছি!" ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে হুঙ্কার ইগর স্টিমাচের
সুনীল জানিয়েছেন, "আমি এবং আমার সতির্থরা খুবই উৎসাহিত। এটি খুবই অদ্ভুত ব্যাপার যে এর আগে আমি আমার কেরিয়ারে কোনোদিন ভুবনেশ্বর কিংবা ওড়িশার কোনো জায়গাতেই খেলিনি। তাই আমরা খুবই খুশি এখানে এসে। অনুশীলন মাঠ থেকে শুরু করে আতিথেয়তা সবকিছু শ্রেষ্ঠ। এবং আমরা এখানে তিন সপ্তাহ ভালো অনুশীলন করেছি। আশা করি আমরা এখানে মাত্র ৩টি ম্যাচ খেলবনা ফাইনালও খেলব।"