ব্রিসবেন রোয়ার থেকে রিলিজ নিয়ে মোহনবাগানে এলেন ব্র্যাড ইনমান। বিস্তারিত পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : প্রথমবার আইএসএল খেলতে নামার আগে আরও শক্তিশালী দল গড়ে নিল মোহনবাগান। অস্ট্রেলিয়া এ লিগের ক্লাব ব্রিসবেন রোয়ারে খেলা ব্র্যাড ইনমান যে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন সেটা কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই হল। সোমবার ব্রিসবেন রোয়ারের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ট্রান্সফারের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কত টাকার বিনিময়ে এই মিড ফিল্ডার ব্রিসবেন রোয়ার থেকে এটিকে-মোহনবাগানে এলেন, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
স্কটল্যান্ডের অনুর্দ্ধ-১৯ ও ২১ দলে খেলার পাশাপাশি ইংল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন এই মিডফিল্ডার। যদিও তাঁর কেরিয়ারের শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব
নিউক্যাস্টেল ইউনাইটেড থেকে। কয়েক বছর ইংল্যান্ডে খেলার পর অবশ্য তিনি অস্ট্রেলিয়া চলে যান। সেখানে গত মরসুমে ব্রিসবেন রোয়ারের হয়ে ২৫'টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪'টি। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের পরে অস্ট্রেলিয়া এ লিগ থেকে তৃতীয় ফুটবলার হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসের দলে যোগ দিলেন ব্র্যাড ইনমান। এখন ২৮ বছর বয়সী এই মিড ফিল্ডার আসন্ন আইএসএলে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।