পাঁচ বছরের জন্য মোহনবাগানে এলেন সন্দেশ জিঙ্ঘান। বিস্তারিত পড়ুন…

এক্সট্রাটাইম বাংলা ফুটবল শো'তে অংশ নিতে ক্লিক করুন: https://streamyard.com/psjuypffnp
নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রতীক্ষার অবসান। শনিবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বর দুপুর ঠিক ৩'টের সময় সন্দেশ জিঙ্ঘানের আগমন নিয়ে সরকারি ঘোষণা করল এটিকে-মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। রেকর্ড অর্থে পাঁচ বছরের জন্য মোহনবাগানে এলেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। সূত্র মারফত জানা গিয়েছে, পাঁচ বছরে আট কোটি টাকার বেশি অর্থের বিনিময়ে তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে যা নতুন রেকর্ড গড়ল। ফলে আগামী পাঁচ বছর সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই আইএসএলে দাপাবেন এই পাঞ্জাবি তনয়। ক্লাব ও ফুটবলার, দুজনেই দীর্ঘমেয়াদী চুক্তি চাইছিলেন। সেইমতই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। ক্লাবের তরফ থেকে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন সন্দেশ। দৃপ্ত কণ্ঠে বলছেন, "জয় মোহনবাগান। আমি আসছি'।
তবে এটিকে-মোহনবাগানের সঙ্গে চুক্তি হলেও, ভবিষ্যতে বিদেশে খেলার চেষ্টা তিনি চালিয়ে যাবেন। তাই মোহনবাগানের হয়ে আইএসএলে খেললেও, বিদেশে কোনও দলের প্রস্তাব পেলে তাঁকে রিলিজ করতে হবে। শোনা গিয়েছে কর্তারা তাঁর ইচ্ছেকে সম্মতি জানিয়েছেন। আর তারপরেই মোহনবাগান জার্সি গায়ে চাপালেন এই তারকা সেন্ট্রাল ডিফেন্ডার।