জাতীয় শিবির সেরে এসে এফসি গোয়া ছাড়ার ভাবনায় ‘সুপার সাব’ ইশান পন্ডিতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে একপ্রকার সেনসেশনের মত হাজির হয়েছেন ইশান পন্ডিতা। স্পেনের তৃতীয় ডিভিশন খেলা এই তরুণ ভারতীয় স্ট্রাইকার এফসি গোয়ায় এসে দুর্দান্ত ভূমিকা রেখেছেন। মূলত সুপার সাব হিসেবে জুয়ান ফেরান্ডোর ভরসা হয়েছেন ২২ বছরের এই ফুটবলার, আর পরিবর্ত হিসেবে নেমে চার গোল করেছেন ইশান।
দুরন্ত এই পারফর্মেন্সের জেরে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে চুড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইশান। এই মুহুর্তে দুবাইয়ে জাতীয় দলের শিবিরে রয়েছেন তিনি। আশা করা যাচ্ছে, আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়ার হয়েও একই ভূমিকা রাখবেন ইশান।
কিন্তু গোয়ায় ইশানের থেকে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক ক্লাবের অফার এসেছে ইশানের কাছে, এবং একজন নিয়মিত প্রথম একাদশে থাকা খেলোয়াড় হিসেবেই থাকতে চান ইশান। এই নিয়ে ইশানের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছেন, “ইশানের কাছে প্রচুর অফার রয়েছে আর ও অন্য অপশনের দিকে ঝুঁকছে।“
এই নিয়ে ইশানের ঘনিষ্ট সূত্র আরও জানিয়েছেন, “এমনটা নয় যে ও এফসি গোয়াকে পছন্দ করছে না। সবই ভালো ছিল, ওর প্রতি বেশ যত্নও নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে ঘরোয়া অনুভূতিটি পাচ্ছিল না ইশান। হয়ত এর কারণ হিসেবে জৈব সুরক্ষা বলয়ে বন্দী থাকাও হতে পারে। তাই ও কিছুটা পরিবর্তন চাইছে, যদিও এফসি গোয়াতে থাকার বিষয় উড়িয়ে দিচ্ছে না।“