লোবেরা তুমি কার? ইস্টবেঙ্গল না ওড়িশার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাতে একটি খবর আসা নিয়ে জোর জল্পনা বেড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে! খবর এমনটাই, স্প্যানিশ কোচ সের্জিও লোবেরা, যার ইস্টবেঙ্গলে যোগদান করা একপ্রকার নিশ্চিত ছিল, তাকে সই করাতে এগিয়ে এসেছে ওড়িশা এফসি। আর লোবেরাকে সই করানোর বিষয়ে একেবারে অন্তিম পর্যায়েও চলে এসেছে ওড়িশা।
কিন্তু আসল ঘটনাটি কি? এই নিয়ে কিন্তু বেশ জলঘোলা চলছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে সত্যিটা কি? চলুন জেনে নিই।
এটা ঠিক, শুধু ইস্টবেঙ্গল নয়, সের্জিও লোবেরাকে সই করাতে বড়সড় প্রস্তাব পাঠিয়েছে ওড়িশা এফসি। কিন্তু যা খবর, ওড়িশার তুলনামূলক ভাল প্রস্তাব থাকলেও ইস্টবেঙ্গলের সাথে আপাতত কথাবার্তা এগিয়ে রয়েছে লোবেরার।
বর্তমানে চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউয়ের কোচ লোবেরা। সেখান থেকে রিলিজ চেয়েছেন লোবেরা। এমনকি, মৌখিকভাবে ইস্টবেঙ্গলের সাথে চুড়ান্ত কথাবার্তাও সারা হয়েছে লোবেরা ও তার এজেন্টের সাথে। ইতিমধ্যেই পাসপোর্টের কপি লোবেরা পাঠিয়েছেন ইস্টবেঙ্গলের কাছে, সেই মত চুক্তিপত্র পাঠানোর কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল।
মূলত চুক্তিপত্র পাঠানোর বিলম্বের কারণ হচ্ছে দুই পক্ষের সমঝোতা। লোবেরা বিদেশীদের সাইনিংয়ের জন্য যে বাজেট চেয়েছে, সেটি আপাতত মৌখিকভাবে নিশ্চয়তা দিয়েছে ইস্টবেঙ্গল। সেই মত চুক্তিপত্রে সংশোধন করে পাঠানো হবে। আর এই বিলম্বের সুযোগ নিয়ে ওড়িশা এফসি বড় প্রস্তাব দিয়েছে লোবেরাকে, যা নতুন করে ভাবিয়েছে স্প্যানিশ কোচকে।
তবে লোবেরাকে নেওয়ার দৌড়ে এখনও অবধি এগিয়ে ইস্টবেঙ্গল। সিচুয়ান থেকে রিলিজ পাওয়ার পরে যদি ইস্টবেঙ্গল লোবেরার প্রস্তাব অনুযায়ী চুক্তিপত্র প্রদান করতে পারে, তাহলে লোবেরা ইস্টবেঙ্গলের। আর বিলম্ব ঘটলে, ওড়িশা সুযোগের সদ্ব্যবহার করতেই পারে। তখন লোবেরা হয়ে যেতে পারেন ওড়িশার।
তবে আপাতত লোবেরা ইস্টবেঙ্গল বা ওড়িশার নন, সিচুয়ান জিউনিউয়ের কোচ।