সত্যিই কি ইস্টবেঙ্গলে সই করছেন শৌভিক চক্রবর্তী ও প্রীতম কোটাল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনের কাজ শুরু হয়ে গিয়েছে, ইমামি-ইস্টবেঙ্গল চুক্তিপত্র সইয়ের তারিখও ঘোষণা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভালো খেলোয়াড়দের নিয়ে আসার দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের।
এবং এমন পরিস্থিতিতে, দুই বঙ্গতনয়ের সইয়ের বিষয়ে গুঞ্জন ছড়িয়ে সর্বত্র। আর সেই দুই জন ফুটবলার হলেন সৌভিক চক্রবর্তী ও প্রীতম কোটাল। কিন্তু সত্যিই কি এই দুই বাঙালি ফুটবলার সই করবেন ইস্টবেঙ্গলে? চলুন, জেনে নিই।
হায়দ্রাবাদ এফসির সাথে ২০২৩ অবধি চুক্তি রয়েছে ৩১ বছর বয়সী মিডফিল্ডারের। হায়দ্রাবাদের আইএসএল জয়ে অত্যন্ত বড় ভূমিকা রয়েছে সৌভিকের। এবং স্বাভাবিক অর্থেই ৩১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে ছাড়তে গিয়ে ভাবতে হবে হায়দ্রাবাদকে।
তবে সৌভিক এর আগে একাধিকবার জানিয়েছেন, কলকাতায় খেলতে তিনি আগ্রহী। সদ্য এক সর্বভারতীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সৌভিক বলেছেন, "আমি কলকাতায় ফিরতে পছন্দ করব। আমি একজন বাঙালি এবং আমার পরিবার কলকাতায় বাস করেন। তাই আমি আগ্রহী থাকব কলকাতার ক্লাবে খেলার জন্য। আমি এই মুহুর্তে কিছু বলতে পারব না। সময় আসলে আপনারা জানতে পারবেন। দেখা যাক কি হয় (হেসে)।"
এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের অফার নিশ্চয়ই ভাবাবে সৌভিককে। তবে এক্ষেত্রে হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে।
এদিকে প্রীতম কোটালকে নেওয়াটা কার্যত বড় চ্যালেঞ্জের হবে ইস্টবেঙ্গলের জন্য। এই মুহুর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য প্রীতম। এছাড়া এটিকে মোহনবাগানের নেতৃত্বভাগের একজন অংশ এই বাঙালি ডিফেন্ডার। কিন্তু এখনও অবধি প্রীতমের সাথে সরকারিভাবে চুক্তিবৃদ্ধি করেনি এটিকে মোহনবাগান।
এই পরিস্থিতিতে, বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবেই রয়েছেন প্রীতম। ফলে সুযোগের সদ্ব্যবহার করতেই পারে ইস্টবেঙ্গল। যদিও বেশ কয়েক মাস আগে খবর এসেছিল, এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছেন প্রীতম, কিন্তু সরকারিভাবে সেটি এখনও অবধি সম্পন্ন হয়নি। ফলে ইস্টবেঙ্গল এই সুযোগটি গ্রহণ করতেই পারে।