ডেনমার্কের হয়ে ইউরো ২০২০ খেলা ফুটবলার আনতে চলেছে হায়দ্রাবাদ এফসি? জল্পনা তুঙ্গে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক দিন আগে এটিকে-মোহনবাগান ইউরো ২০২০ নিয়ে একটি জল্পনামূলক পোস্ট করেছিল। আর তারপরে বাজিমাত, ইউরো ২০২০ তে ফিনল্যান্ডের হয়ে খেলা জনি কাউকোকে সই করিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবার কি সেই পথেই হাঁটতে চলেছে হায়দ্রাবাদ এফসি?
বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় হায়দ্রাবাদ এফসি ইউরো ২০২০ খেলা দল ডেনমার্কের খেলোয়াড়দের ছবি শেয়ার করে, এবং ক্যাপশনে লিখেছে, আগামীকাল অর্থাৎ ১ জুলাই বিকেল চারটের সময় বিশেষ ঘোষণা করবে তারা।
আর এর জেরে জল্পনা, এটিকে-মোহনবাগানের মতই কি এবার ডেনমার্ক থেকে ইউরো খেলা কোনও ফুটবলারকে আনছে হায়দ্রাবাদ? হায়দ্রাবাদের সমর্থক মহল শোনা যাচ্ছে, ডেনমার্কের লেফট ব্যাক নিকোলাই বোইলেসেনকে আনতে পারে হায়দ্রাবাদ। চলতি ইউরোর ডেনমার্ক দলের সকল খেলোয়াড়দের মধ্যে সব থেকে কম বাজার মূল্য রয়েছে বোইলেসেনের। তবে আইএসএলের পর্যায়ে তা যথেষ্ট বেশি, ছয় কোটি টাকা।
বর্তমানে ডেনমার্কের প্রথম ডিভিশনের ক্লাব এফসি কোপেনহেগেনে খেলেন বোইলেসেন। ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে তার, ফলে অন্তত সাড়ে ছয় কোটি থেকে সাত কোটি টাকা দিতেই হবে হায়দ্রাবাদকে।
তবে এটি আদৌ নয়া খেলোয়াড় নেওয়ার বিষয়ে নাকি অন্য কোনও নিযুক্তি - সে নিয়ে জল্পনা রয়েইছে। ফলে এখন অপেক্ষা করতে হবে আগামীকাল অবধি।