সত্যিই কি বেঙ্গালুরু এফসিতে সই করছেন হীরা মন্ডল? জেনে নিন আসল সত্যতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার দুপুর থেকেই একটি জল্পনা কার্যত ছড়িয়ে পড়েছে ভারতীয় ফুটবলে। গত আইএসএলে সাড়া জাগানো উইংব্যাক হীরা মন্ডল নাকি সই করেছেন বেঙ্গালুরু এফসিতে। আর এই খবর পেয়ে হতাশ হয়ে পড়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আসলে হীরাই তো ছিলেন গত মরশুমে আঁধারের একমাত্র উজ্জ্বল তারা।
কিন্তু সত্যিই কি হীরা সই করেছেন বেঙ্গালুরুতে? এই খবরটিকে কার্যত ভুয়ো বলে স্বীকার করেছেন স্বয়ং হীরা! এক্সট্রা টাইম বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে হীরা জানিয়েছেন, এখনও অবধি কোনও ক্লাবেই তিনি সই করেননি।
এছাড়াও একাধিক ইস্টবেঙ্গল সমর্থক সোশ্যাল মিডিয়ায় হীরাকে প্রশ্ন করেন এই খবরের বিষয়ে। সেখানেও হীরা সরাসরি খবরটিকে ভুয়ো বলে দাবি করেছেন।
এদিকে বেঙ্গালুরু এফসির সিইও মন্দার তামানের সাথে এক্সট্রা টাইম বাংলার কথা হলে, তিনি জানিয়েছেন এখনও অবধি ক্লাবের অফারে সাড়া দেননি হীরা। তিনি জানিয়েছেন যে এজেন্টের তরফ থেকে এমন বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তিনি বেঙ্গালুরুতে সই করেছেন।
ফলে ধরাই যায়, আপাতত হীরা যাচ্ছেন না কোথাও। যদিও তার কাছে একাধিক আইএসএল ক্লাবের অফার রয়েছে, কিন্তু তিনি এখনও অপেক্ষা করছেন ইস্টবেঙ্গলের জন্য। যদিও অনন্তকালের জন্য অপেক্ষা করবেন না হীরা, এবং অপেক্ষার সময় বেশি হলে হয়ত তিনি অন্য ক্লাবে চলে যাবেন, এমন সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।