রয় কৃষ্ণার জায়গায় এটিকে মোহনবাগানে ফেরান কোরোমিনাস?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোচ পরিবর্তন হল, এবার দলের চালিকাশক্তিতে কি পরিবর্তন আসন্ন? জানা গিয়েছে, ওশিয়ানিয়া গ্রুপে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য এটিকে মোহনবাগানের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণাকে ফিজিতে ফিরতে হবে।
এই নিয়ে ক্লাবে ফিজি ফুটবল ফেডারেশনের তরফ সরকারিভাবে কোনও চিঠি না এলেও, মৌখিকভাবে কথা হয়ে গিয়েছে। সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ফিজির উদ্দেশ্যে উড়ে যাবেন রয় কৃষ্ণা।
ফলে রয়ের পরিবর্ত হিসেবে কে আসবেন? এই নিয়ে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বিকল্প তৈরি। শোনা যাচ্ছে, এগিয়ে রয়েছেন আইএসএলের ইতিহাসের অন্যতম সেরা বিদেশী ফেরান কোরোমিনাস।
এফসি গোয়ার হয়ে গোল্ডেন বল জিতেছেন কোরো, ৫৭ ম্যাচে ৪৮ গোল রয়েছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের। কোচ জুয়ান ফেরান্ডোরও পছন্দ কোরোকে। ৩৮ বছরের এই ফুটবলার সদ্য স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বেলারেসে খেলেছেন।
ফলে রয় কৃষ্ণার জায়গায় কোরোকে আনতে পারে এটিকে মোহনবাগান। হুগো-কোরোর যুগলবন্দীতে নিঃসন্দেহে ম্যাজিকে ভর্তি থাকবে এটিকে মোহনবাগানের খেলার স্টাইলে।