বেঙ্গালুরু এফসিতেই কি আসছেন কোরোমিনাস? জোর জল্পনা ভারতীয় ফুটবলমহলে

সব্যসাচী ঘোষ : আপাতত এবারের মরশুম শেষ হয়েছে বেঙ্গালুরু এফসির জন্য। লিগ টেবিলে সাত নম্বরে শেষ করে নিজেদের খারাপ মরশুমটি শেষ করল আইএসএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজি। যা শোনা যাচ্ছে, তাতে আগামী মরশুমে বেশ বড়সড় রদবদল হতে পারে খেলোয়াড়দের মধ্যে। একাধিক খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হবে, আবার বেশ কিছু নতুন খেলোয়াড়কেও নেওয়া হতে পারে।
এই সমস্ত জল্পনার মধ্যে বড় খবর হিসেবে মাসখানেক আগে এসেছিলেন ফেরান কোরোমিনাসের ভারতে ফেরার কথা। এটিকে-মোহনবাগান বা বেঙ্গালুরু এফসি নিতে পারে কোরোকে - এমন জল্পনা তৈরি হয়েছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। কিন্তু শেষ অবধি তার কোনও কিছুই হয়নি। কিন্তু ইদানিং বেশ কিছু অনামী স্প্যানিশ পেজ থেকে খবর আসছে, কোরো যোগ দিতে পারেন বেঙ্গালুরু এফসিতে।
এই মুহুর্তে স্প্যানিশ তৃতীয় ডিভিশন ক্লাব অ্যাথলেটিকো বালেরেসে খেলছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। আইএসএল কাঁপানো এই ফরোয়ার্ডকে নিয়ে এই ধরণের জল্পনা উঠে আসায় বেশ আলোচনা উঠেছে ভারতীয় ফুটবলমহলে। যদিও এই বিষয় নিয়ে সত্যতা কিছু নেই।
এদিকে ভারতীয় ফুটবলমহলের অনেকে মনে করছেন, এই খবরের তেমন কোনও ভিত্তিই নেই। কারণ ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে আদৌ নেবে কিনা বেঙ্গালুরু, যেখানে এখন তারা নতুনভাবে দল তৈরি করছে, ফলে এটিকে উড়ো খবর হিসেবেই মনে করছে অনেকে।