সুব্রততেই কি শেষে ভরসা রাখল এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের তিনকাঠির দায়িত্ব কার হাতে? এই নিয়ে জোর জল্পনা চলছিল। নর্থইস্টের শুভাশিস, কেরালা ব্লাস্টার্সের করনজিত, নাকি আইএসএলে ক্লাব না পাওয়া সুব্রত - কে পেতে পারে সবুজ-মেরুণে সুযোগ?
যা সম্ভাবনা, বহু যুদ্ধের নায়ক সুব্রত পালকেই আনতে চলেছে এটিকে মোহনবাগান। তিন অপশনের মধ্যে সবথেকে কম খরচে সুব্রতকে পাচ্ছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট। এছাড়া একাধিক বড় ম্যাচের নায়ক সুব্রতর অভিজ্ঞতাকে ব্যবহার করতে চাইছে এটিকে মোহনবাগান। তবে এখনও সরকারি ঘোষণা বাকি রয়েছে।
জানা গিয়েছে, আইলিগ আদৌ হবে কি হবে না, সেটার জন্য আটকে রয়েছে সুব্রতর সই। এদিকে খারাপ পারফর্ম করা অমরিন্দর সিংকে চাপে রাখতে সুব্রতর মত অভিজ্ঞতাসম্পন্ন গোলকিপারকে আনতে চলেছে এটিকে মোহনবাগান শিবির।
গত মরশুমে হায়দ্রাবাদ এফসি ও এসসি ইস্টবেঙ্গলের হয়ে তেমন ভালো পারফর্ম করেননি ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান। তবে সুব্রতর উপরই ভরসা রাখতে চলেছে এটিকে মোহনবাগান।
চলতি আইএসএলে কোনও ক্লাবেই ছিলেন না ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই গোলকিপার। কার্যত অবসর জীবন কাটাচ্ছিলেন ময়দানের মিষ্টু দা। কিন্তু এটিকে মোহনবাগানে সুযোগ পেয়ে আবারও আশার আলো দেখছেন সুব্রত। খুব বেশিদিন নয়, ২০১৭-১৮ মরশুমে জামসেদপুর এফসির হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন সুব্রত পাল। আবারও কি নিজের পুরোনো ছন্দ ফিরে পাবেন মিষ্টু দা?